Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে আশুরা উপলক্ষে আলোচনা সভায় বক্তারা

কারবালার শিক্ষা হল বাতিলের সাথে আপস  না করা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১০:১৩ পিএম

কারবালার শিক্ষা হল বাতিলের সাথে আপস  না করা

গাজীপুর

টঙ্গীতে গত রোববার পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, কারবালার প্রান্তরে সত্য ও মিথ্যার, হক ও বাতিলের লড়াই সংঘটিত হয়েছিল। বাতিলের সাথে আপস না করাই হল কারবালার শিক্ষা। কারবালার যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে শরিক হওয়া প্রত্যেক মোমিনের দায়িত্ব ও কর্তব্য।

 

টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরররম উপলক্ষে কারবালার বিষাদময় ঘটনার তাৎপর্য ও শিক্ষার ওপর আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু আহমেদের সভাপতিত্বে ও ফাউন্ডেশন কমপ্লেক্স মসজিদের খতিব ও ইমাম মুফতি মো. সফিকুল ইসলাম বিপ্লবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী।

 

আলোচনায় মাওলানা ইলিয়াস ইব্রাহিম বলেন, কারবালার প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটি ছিল সত্য ও মিথ্যার, হক ও বাতিলের লড়াই। সেই যুদ্ধের শিক্ষা ছিল, জীবন গেলেও বাতিলের সাথে আপস করা যাবে না। নবীজীর (স.) দৌহিত্র সেদিন জীবন দিয়ে হক ও বাতিলের লড়াইয়ে আপস না করার ঐতিহাসিক নজির স্থাপন করে গেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম